Model Polling Station, At Goma Kargil Photo Credit: Twitter@airnewsalerts

গত শনিবার দেশে ষষ্ঠ দফায় দেশের সাতটি রাজ্যে ৫৭টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়। রায়বারেলি, আমেথি, তমলুক সহ বেশ কয়েকটি হাইপ্রোফাইল লোকসভা আসনে ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশন ষষ্ঠ দফায় চূড়ান্ত ভোটদানের হিসেব দিল। কমিশন জানাল, ষষ্ঠ দফায় দেশে ভোট পড়েছে ৬৩.৩৭ শতাংশ। মহিলা ভোটারদের মধ্যে ভোটদানের ৬৪.৯৫ শতাংশ। সেখানে পুরুষ ভোটারদের ভোটদানের হার ৬১.৯৫ শতাংশ। ষষ্ঠ দফায় তৃতীয় লিঙ্গের ১৮.৬৭ শতাংশ ভোট দিয়েছেন।

ষষ্ঠ দফায় দেশের মধ্যে সবচেয়ে বেশী ভোটদানের হার পশ্চিমবঙ্গে। দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া হওয়া দফায় বাংলায় ভোটদানের ৮২.৭১ শতাংশ। বাংলায় মহিলা ভোটারদের ভোটদানের হার ৮৩.৮৩ শতাংশ, আর পুরুষরা ভোট দিয়েছেন ৮১.৬২ শতাংশ। ষষ্ঠ দফায় হওয়া দিল্লিতে ভোটদানের চূড়ান্ত হার দাঁড়াল ৫৮.৬৯ শতাংশ। আরও পড়ুন- শেষ দফায় তৃণমূল গড়ে কতটা আঁচড় কাটতে পারবে বিরোধীরা? জানুন ভোটের হিসেব

প্রসঙ্গত, দেশে চলতি লোকসভা নির্বাচনে প্রথম দফায় ৬৬.১৪, দ্বিতীয়তে ৬৬.৭১ শতাংশ, ৬৫.৬৮ ও ৬৯.১৬ শতাংশ যথাক্রমে তৃতীয় ও চতুর্থ দফায় ভোট পড়েছিল। তারপর পঞ্চম দফায় ভোট পড়ে ৬২.২০ শতাংশ। ষষ্ঠ দফায় চূড়ান্ত ভোটদানের হিসেবে দাঁড়াল ৬৩.৩৭ শতাংশ। ভোটের হার যে দিকে চলেছে তাতে দেশে ২০২৪ লোকসভা নির্বাচনে গড়ে ৬৫ শতাংশ মত ভোট পড়ছে। সবচেয়ে বেশী ভোটদানের হার হয় চতুর্থ দফায়। আর সবচেয়ে কম ভোট পড়ে পঞ্চম দফায়। সবাইকে টেক্কা দিয়ে ভোটদানের হার প্রতিবার দেশের মুখ উজ্জ্বল করে বাংলা। মুম্বই, বেঙ্গালুরুর মত মেট্রো শহরে অনেক চেষ্টার পরেও এবারও ভোটদানে তেমন উতসাহ লক্ষ্য করা যায়নি।

এবার সপ্তম দফার পালা। শনিবার কলকাতা, যাদবপুর, দমদম সহ বাংলার ৯টি লোকসভা আসনে ভোটগ্রহণ।